বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পেটের ডানদিকে ব্যথা হওয়ার কারণ জেনে নিন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

মাঝে মাঝেই পেটের ডানদিকটায় বেশ টনটনে ব্যথা হয়। কেন এই ব্যথা হয়, তা ঠিকমতো বোঝাও সম্ভব হয় না। চলুন জেনে নেওয়া যাক, এই ব্যথার কারণ।

পেটের ডানদিকে বুকের পাঁজরের ঠিক নীচেই তীব্র ব্যথা হয় মাঝে মাঝে। বামদিকে বা মাঝখানে অনেকে তা গ্যাসের ব্যথা ভেবে ওষুধ খেয়ে নেন। কিন্তু ডানদিকের ব্যথা কেন হচ্ছে, তা বুঝতে পারেন না অনেকে।  







প্রসঙ্গত, পেটের ঠিক ডানদিকে আমাদের লিভারের একটি অংশ থাকে‌। মূলত লিভারের দুটি ভাগ। এর একটি থাকে ডানদিকে। সেই অংশেই ব্যথা হতে পারে।   

বিশেষজ্ঞদের কথায়, লিভারে ফ্যাট জমলে বা সংক্রমণ হলে এমন ব্যথা হতে পারে। লিভার শরীরের সবচেয়ে বড় অঙ্গ। তবে লিভারের এই সমস্যার নানা কারণ থাকতে পারে।  

এসকে/   


পেট ব্যথা

খবরটি শেয়ার করুন